Saturday, February 17, 2018

Earth & Space এর ৫ম পর্ব

Earth & Space এর ৫ম পর্ব।

প্রথমেই আমি বলবো গতো পর্বে আমি প্লুটোকে আমাদের সৌরজগতের সদস্য দেখিয়েছিলাম, গ্রহ হিসেবে নয়। প্লুটো একটি বামন গ্রহের স্বীকৃতি পেয়েছে। আজ আমি সৌরজগতের একটি গ্রহ নিয়ে আলোচনা করবো। আশা করি ভালো লাগবে... সঙ্গে থাকুন.....

আমাদের সৌরজগৎ আটটি গ্রহ নিয়ে গঠিত। যথাক্রমে ১. বুধ  ২.শুক্র  ৩.পৃথিবী  ৪.মঙ্গল   ৫.বৃহস্পতি   ৬.শনি   ৭.ইউরেনাস  ৮.নেপচুন ।

আজ আমরা সৌরজগতের একটি গ্রহ সর্ম্পকে জানবো.... গ্রহটি হচ্ছে ইউরেনাস......    
সঠিক ভাবে জানতে সর্ম্পুন অংশটুকু পড়ুন.........

ইউরেনাস

    দূরত্ব অনুসারে সৌরজগতের সপ্তম গ্রহ ইউরেনাস। সেই সাথে তৃতীয় বৃহত্তম ব্যাসের অধিকারী এই গ্রহ খুব ঠান্ডা ও ঝড়ো। এই আইস জায়ান্টের ১৩টি রিং আছে। এখন পর্যন্ত আবিষ্কৃত চাঁদের সংখ্যা ২৭টি। ইউরেনাস তার কক্ষপথের তলের সাথে প্রায় ৯০ ডিগ্রী কোণে নিজের অক্ষের উপর ঘুরছে। এই টিল্টের কারণে ইউরেনাস গড়ানো বলের মত করে সূর্যকে প্রদক্ষিণ করছে বলে মনে হয়। 
টিই প্রথম গ্রহ যেটি আবিষ্কারে টেলিস্কোপের সাহায্য নিতে হয়েছে। জ্যোতির্বিজ্ঞানী উইলিয়াম হারশেল ১৭৮১ সালে প্রথম ইউরেনাস আবিষ্কার করেন। তিনি অবশ্য এটাকে ধুমকেতু বা নক্ষত্র ভেবেছিলেন। গ্রহ হিসেবে স্বীকৃতি পেতে আরও দুই বছর লাগে। জোহান এলারট বোডের পর্যবেক্ষণ শেষে ইউরেনাস গ্রহের স্বীকৃতি পায়। উইলিয়াম হারশেল গ্রহটির নাম রাজা জর্জ থ্রি'র নামানুসারে জিয়রজিয়াম সিডাস রাখতে চেয়েছিলেন।পরে গ্রীকদের আকাশের দেবতা ইউরেনাসের নামানুসারে নামকরণ করতে জোহান বোডে প্রস্তাব করেন।

চিত্র:  ইউরেনাস গ্রহ

১. আকার ও দূরত্ব
১৫,৭৫৯.২ মাইল বা ২৫,৩৬২ কিলোমিটার ব্যাসের ইউরেনাস পৃথিবীর চেয়ে প্রায় চার গুণ প্রশস্ত। যদি পৃথিবী একটি নিকেল হয় তবে ইউরেনাস সফট বলের আকারের হবে।
সূর্য থেকে এর গড় দূরত্ব প্রায় ১.৮ বিলিয়ন মাইল যা প্রায় ১৯.৮ এস্ট্রোনমিক্যাল ইউনিট। (এক এস্ট্রোনমিক্যাল ইউনিট হল পৃথিবী ও সূর্যের দূরত্বের সমান। ইউরেনাসে সূর্যের আলো পৌছাতে প্রায় দুই ঘন্টা চল্লিশ মিনিট সময় লাগে।)

২. কক্ষপথ ও ঘুর্নন
ইউরেনাসের একদিন হয় পৃথিবীর প্রায় ১৭ ঘন্টায়। মানে হল ইউরেনাস তার অক্ষের উপর একটি পূর্ণ ঘূর্ণন দিতে প্রায় ১৭ ঘন্টা সময় নেয়। আর ইউরেনাসের এক বছর হয় পৃথিবীর সময় অনুসারে প্রায় ৮৪ বছর মানে ৩০,৬৮৭ দিন। ইউরেনাস সৌরজগতের একমাত্র গ্রহ যার টিল্ট প্রায় ৯৭.৭৭ ডিগ্রী। এর সম্ভাব্য কারণ সুদূর অতীতে পৃথিবীর সমান একটি গ্রহের সাথে সংঘর্ষ। এই অস্বাভাবিক টিল্ট খুবই বাজে ঋতুর সৃষ্টি করে। ইউরেনাসের এক বছরের চার ভাগের এক ভাগ সময় মেরুর দিকে সরাসরি সূর্যের আলো পড়ে। এর অর্থ হল অন্য মেরু টানা ২১ বছর অন্ধকার শীতকালে থাকে। ইউরেনাস যে দুটি গ্রহ অন্য সব গ্রহ থেকে বিপরীত দিক দিয়ে সূর্যকে প্রদক্ষিণ করছে তাদের মাঝে একটি। অন্য গ্রহ হল শুক্র। ইউরেনাস পূর্ব থেকে পশ্চিম এই অনুসারে সূর্যকে প্রদক্ষিণ করছে। 

চিত্র: সূর্য  থেকে  দুরুত্ব

৩. যেভাবে তৈরি।
ইউরেনাসের সৃষ্টি শুরু প্রায় বিলিয়ন বছর আগে যখন সৌরজগতের সৃষ্টি শুরু হয়েছিল। এরপর গ্র্যাভিটি আশেপাশের গ্যাস এক জায়গাতে ঘনীভূত করে এই আইস জায়ান্ট তৈরি করে।পাশের গ্রহ নেপচুনের মত ইউরেনাসও শুরুতে সূর্যের কাছাকাছি ছিল, পরে প্রায় চার বিলিয়ন বছর আগে বর্তমান অবস্থানে আসে।

৪. গঠন।
ইউরেনাস সৌরজগতের দুটি আইস জায়ান্টের একটি, অন্যটি নেপচুন। এর শতকরা আশি ভাগেরও বেশী পানি, মিথেন ও এমোনিয়া'র বরফ দিয়ে তৈরি। সাথে আছে এটি বেশ ছোট পাথুরে কোর।কোরের কাছাকাছি তাপমাত্রা প্রায় ৪,৯৮২ ডিগ্রী সেলসিয়াস। ইউরেনাস নেপচুনের চেয়ে সমান্য বড় কিন্তু ভর কম। ইউরেনাস সৌরজগতের সবচেয়ে কম ঘনত্বের গ্রহের মধ্যে দ্বিতীয়। সবচেয়ে কম ঘনত্ব শনির।
ইউরেনাস তার নীলাভ-সবুজ রং পেয়েছে তার বায়ুমন্ডলের মিথেন গ্যাসের থেকে। সূর্যের আলো ইউরেনাসের বায়ুমন্ডল ভেদ করে মেঘের উপরে বাধা পেয়ে প্রতিফলিত হয়।এ সময় মিথেন সূর্যের আলোর লাল অংশ শুষে নেয়, বাকী থাকে নীলাভ-সবুজ রং।

৫. পৃষ্ঠ
আইস জায়ান্ট হিসেবে ইউরেনাসের কোন ভূপৃষ্ঠ নেই। গ্রহটি আসলে ঘূর্ণায়মান তরলের প্রবাহ। একটি স্পেসক্র্যাফট কখনই ইউরেনাসে অবতরণ করতে পারবেনা, এটি ইউরেনাসের বায়ুমন্ডলে উড়তেও পারবেনা। প্রচন্ড চাপ ও তাপ স্পেসক্র্যাফট টিকতে দেবেনা।

৬. বায়ুমন্ডল
ইউরেনাসের বায়ুমন্ডলের বেশিরভাগই হাইড্রোজেন ও হিলিয়াম, বাকী অংশ মিথেন, পানি ও এমোনিয়া। মিথেনের কারণে ইউরেনাস নীল দেখায়।১৯৮৬ সালে ভয়েজার ২ যখন ইউরেনাসকে 
ফ্লাইবাই করে তখন একটি বিশাল ঘন দাগ (দ্য গ্রেট ডার্ক স্পট) ও একটি তুলনামূলক ছোট ঘন দাগ দেখতে পায়। এ থেকে বোঝা যায় ইউরেনাসের আবহাওয়া মোটেও শান্ত নয়। ইউরেনাসের পৃষ্ঠের গড় তাপমাত্রা ৪৯ কেলভিন বা -২২৪.২ ডিগ্রী সেলসিয়াস। 
বাতাসের গতিবেগ ঘন্টায় প্রায় ৫৬০ মাইল। বাতাস নিরক্ষরেখায় গ্রহের ঘূর্ণনের বিপরীত দিকে বহমান। কিন্তু মেরুর দিকে তা গ্রহের ঘূর্ণনের অনুকুলে।

৭. উপগ্রহ
ইউরেনাসের ২৭ টি জানা উপগ্রহ রয়েছে। এরা হলো:
1.    কোর্ডেলিয়া (Cordelia)
2.    ওফেলিয়া (Ophelia)
3.    বিয়ানকা (Bianca)
4.    ক্রেসিডা (Cressida)
5.    ডেসডেমোনা (Desdemona)
6.    জুলিয়েট (Juliet)
7.    পোর্শিয়া (Portia)
8.    রোজালিন্ড ‌(Rosalind)
9.    কুপিড (Cupid)
10.  বেলিন্ডা (Belinda)
11.  পার্ডিটা (Perdita)
12.  পাক (Puck)
13.  ম্যাব (Mab)
14.  মিরান্ডা (Miranda)
15.  এরিয়েল (Ariel)
16.  আম্ব্রিয়েল (Umbriel)
17.  টাইট্যানিয়া (Titania)
18.  ওবেরোন ‌(Oberon)
19.  ফ্রান্সিস্কো (Fransisco)
20.  ক্যালিব্যান (Caliban)
21.  স্টেফানো (Stephano)
22.  টাইনকুলো (Tienculo)
23.  সাইকোরাক্স (Sycorax)
24.  মার্গারেট (Margaret)
25.  প্রোস্পেরো (Prospero)

25.    সেটেবোস (Setebos)
26.  ফার্ডিন্যান্ড (Ferdinand)

আজ এই পর্যন্ত, আবার দেখা হবে আরেকটি গ্রহ নিয়ে....
ভালো থাকবেন সবাই...

5th Episode of Earth & Space..... Uranus planet

5th Episode of  Earth & Space.....  Uranus planet

At first I would say I saw Pluto as a member of our solar system, not as a planet but as a planet. Pluto received the recognition of a dwarf planet. Today I will discuss a planet in the solar system. I hope you like that….
 Our solar system consists of eight planets. Example -Mercury, Venus, Earth, Mars, Jupiter, Saturn, Uranus and finally Neptune.
Today we will know about a planet in the solar system. The planet is Uranus.......

Read the related section.....
Uranus Planet
Uranus
 
According to the distance, the solar system is the seventh planet Uranus. The third largest diameter of this planet is very cold and windy. This Ice Giant has 13 rings. The number of moons discovered so far is 27. Uranus is rotating on its axis in the axis of about 90 degrees with its orbital plane. Because of this tilt, uranus seems to circulate the sun like a rolling ball. 
This is the first planet to discover the telescope. Astronomer William Herschel invented the first uranus in 1781. He thought this was a comet or a star. It takes another two years to get recognition as a planet. After the observation of the Johann Elarot board, Uranus received the planet's recognition. William Herschel wanted the name of the planet Giorgium Sidus, after the name of King George III. Then John proposed to name the Greek god named after Uranus.

2. Size And Distance
Uranus 15,759.2 miles or 25,362 kilometers is almost four times wide than the earth. If the Earth is a nickel, then the uranus will be the size of the soft ball.

Its average distance from the Sun is about 1.8 billion miles, which is approximately 19.8 astronomical units.(An astronomical unit is equal to the distance between the Earth and the Sun. It takes about two hours and 40 minutes to reach the sunlight in Uranus.)
Distance Uranus


3. Orbit and spell
One day in Uranus is around 17 hours of Earth. Meaning Uranus takes about 17 hours to give a full rotation on its axis. And according to the time of Uranus one year, according to the time of the year approximately 84 years means 30,687 days. Uranus is the only planet in the Solar System whose tilat is approximately 97.77 degrees. The possible reason is to collide with a planet equal to the Earth in the far past. This unusual tilat creates a very bad season. One-fourth of a year in Euranus is a direct sunlight on the poles. This means that 21-year-long poles are in dark in winter. One of the two planets in Uranus that circumambulate the Sun in the opposite direction from all other planets. Another planet is Venus. According to Euranus from east to west, the sun is circulating.

4. How To Create
 The formation of the solar system began almost 4.5 billions of years ago when Uranus began to form. After this, gravity concentrates in the surrounding gas, making this ice giant. Uranus, like the planet Neptune, was near the sun at the beginning, then came to the present position about four billion years ago.5. Structure. Uranus is one of the two ice giant in the solar system, the other is Neptune. More than 80 percent of the water is made of methane and ammonia ice. It has a small rocky core with temperatures of around 4,982 degrees Celsius. Uranus is slightly larger than Neptune, but less mass. Uranus is the second in the lowest density planet in the Solar System. Saturn is the lowest concentration. Uranus has received its blue-green color from its atmospheric methane gas. The sun's light is reflected in the atmosphere of the Uranus, obstructing the clouds. Methane absorbs the red part of the sun's light at the time, the remaining blue-green color. 6. The surface Uranus has no surface as an ice giant. The planet is actually rolling fluid flow. A spacecraft will never land in Uranus, it can not fly in the atmosphere of Uranus. Do not let the heavy pressure and heat spacers survive.7. The Atmosphere. Most of Uranus' atmosphere is hydrogen and helium, the rest is methane, water and ammonia. Uranus is blue due to methane. In 1986, when Voyager 2 flies to Uranus, a large dense spot (the Great Dark Spot) and a relatively small stain are found. This implies that the weather in Uranus is not cool. The average surface temperature of uranus is 49 kelvin or - 224.2 degrees Celsius. Wind speed is approximately 560 miles per hour. The wind floats in the opposite direction of the planet's rotation at the equator. But in favor of the rotation of the planet towards the poles. 
Uranus's Satelite
8. Satellite Uranus has 27 known satellites. They are:1.    Cordelia.2.    Ophelia3.    Bianca4.    Cressida5.    Desdemona6.    Juliet7.    Portia8.    Rosalind9.    Cupid10.  Belinda11.  Perdita12.  Puck13.  Mab14.  Miranda15.  Ariel16.  Umbriel17.  Titania18.  Oberon19.  Fransisco20.  Caliban21.  Stephano22.  Tienculo23.  Sycorax24.  Margaret25.  Prospero26.  Setebos
      27. Ferdinand

To date, to see again another planet...... 
Everyone will be fine ...