Earth & Space এর ৪র্থ পর্ব। "সৌরজগৎ"
আজ আমরা সৌরজগৎ সর্ম্পকে
আলোচনা করবো, আমাদের আকাশগঙ্গা গ্যালাক্সিতে আমাদের সৌরজগতের মত অসংখ্য নক্ষত্র,
গ্রহ, উপগ্রহ রয়েছে। তবে আজ আমি আমাদের সৌরজগৎ সর্ম্পকে আলোচনা করবো......
সর্ম্পূণ লেখাটুকু পড়ুন.....
আমি সৌরজগৎ
পর্বটি ভালোভাবে বোঝানোর জন্য তিনটি পর্বে ভাগ করছি, আশা করি ভালোভাবে বুঝতে
পারবেন......সৌরজগৎ পর্ব ..১
![]() |
আমাদের সৌরজগৎ |
সৌরজগৎ বলতে সূর্য এবং এর সাথে মহাকর্ষীয়ভাবে আবদ্ধ
সকল জ্যোতির্বৈজ্ঞানিক বস্তুকে বোঝায়।
এর মধ্যে আছে: আটটি গ্রহ, তাদের ১৭৩টি জানা প্রাকৃতিক উপগ্রহ, কিছু বামন গ্রহ ও তাদের চারটি কিছু প্রাকৃতিক
উপগ্রহ এবং কোটি কোটি ক্ষুদ্র বস্তু। শেষোক্ত শ্রেণীর মধ্যে আছে গ্রহাণু, উল্কা, ধূমকেতু এবং আন্তঃগ্রহীয় ধূলি মেঘ। সূর্য থেকে দূরত্বের দিক দিয়ে গ্রহগুলো হল: বুধ , শুক্র , পৃথিবী , মঙ্গল , বৃহস্পতি , শনি , ইউরেনাস , এবং নেপচুন। আটটির মধ্যে ছয়টি গ্রহের নিজস্ব প্রাকৃতিক
উপগ্রহ রয়েছে। গ্যাসীয়
দানবের প্রত্যেকটির চারদিকে আবার গ্রহীয়
বলয় রয়েছে যা ধূলিকণা ও
অন্যান্য কণা দ্বারা গঠিত।
সূর্যকে
কেন্দ্র করে প্রদক্ষিণরত বস্তুগুলোকে তিনটি শ্রেণীতে ভাগ করা হয়: গ্রহ, বামন
গ্রহ এবং ক্ষুদ্র সৌর জাগতিক বস্তু।
গ্রহ সূর্যকে কেন্দ্র করে
নির্দিষ্ট কক্ষপথে ঘূর্ণায়মান এমন একটি বস্তু , ক) যার নিজেকে গোলকীয় আকারে
পরিণত করার মত যথেষ্ট পরিমাণ ভর রয়েছে এবং খ) যা তার নিকটতম প্রতিবেশে অবস্থিত সব
ক্ষুদ্র বস্তুকে অপসারণ করেছে। এখন পর্যন্ত জানা তথ্যমতে মোট আটটি গ্রহ রয়েছে, এদের নাম পূর্বেই উল্লেখ করা
হয়েছে। ২০০৬ সালে ২৪শে
আগস্ট ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল
ইউনিয়ন গ্রহের সংজ্ঞা নতুন করে নির্ধারণ করেছে। এর পূর্বে
প্লুটোসহ সৌরজগতে নয়টি গ্রহ ধরা হত। এই নতুন সংজ্ঞার আওতায় প্লুটোকে বামন গ্রহ
হিসেবে চিহ্নিত করা হয়।
একটি বামন গ্রহকে তার নিকটতম প্রতিবেশে অবস্থিত অন্য কোনও
জ্যোতির্বৈজ্ঞানিক বস্তুকে অপসারণ করতে হয় না। গ্রহের সাথে এটিই কেবল তার
পার্থক্য। বর্তমানে তিনটি বামন গ্রহ পাওয়া গেছে যাদের নাম পূর্বেই উল্লেখ করা
হয়েছে। আরও যে বস্তুগুলো বামন গ্রহের মর্যাদা পেতে পারে তারা হল: ৯০৩৭৭ সেডনা, ৯০৪৮২ অরকাস এবং ৫০০০০ কুয়াওয়ার।
সৌরজগতে অবশিষ্ট যে বস্তুগুলো রয়েছে তা হল: ক্ষুদ্র সৌর জাগতিক
বস্তু বা এসএসএসবি (small solar system bodies)। প্রাকৃতিক উপগ্রহ বা চাঁদ হল সে সকল বস্তু যারা সূর্যের পরিবর্তে
গ্রহ, বামন গ্রহ বা বিভিন্ন ক্ষুদ্র বস্তুকে
কেন্দ্র করে নির্দিষ্ট কক্ষপথে ঘুরে বেড়ায়।
No comments:
Post a Comment
thanks